ঢাকা রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৫শে ভাদ্র ১৪৩১


সিকিমে ভারী বর্ষণে ভূমিধস: নিহত ৬, বহু পর্যটক আটকা


প্রকাশিত:
১৪ জুন ২০২৪ ১৬:২৪

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৪২

ভারতের পর্যটক প্রিয় সিকিমে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আটকা পড়েছেন দেড় হাজারের বেশি দেশি-বিদেশি পর্যটক। খবর এনডিটিভির।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিপাত হচ্ছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর সিকিমের বেশ কয়েকটি জেলা।

কর্মকর্তারা ১৪, জুন শুক্রবার জানিয়েছেন, উত্তর সিকিমের মাঙ্গান জেলায় তুমুল বৃষ্টিপাতের ফলে বেশ কয়েকটি ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে তিন স্থানে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। ঘরবাড়ি হারিয়েছেন বেশ কিছু পরিবার।

কর্মকর্তারা জানান, ভূমিধসের কারণে পর্যটনের জন্য বিখ্যাত লাচেন, লাচুং, জংগু, চুংথাংসহ বহু এলাকার সঙ্গে অন্য এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে আটকা পড়েছেন অন্তত দেশি-বিদেশি ১৫০০ পর্যটক।

মাঙ্গান জেলার ম্যাজিস্ট্রেট হেম কুমার ছেত্রি জানান, মাঙ্গানের পাকশেপ ও আম্বিথাং গ্রামে ভূমিধসে তিনজন করে মারা গেছেন। এছাড়া গেইথাং ও নামপাথাংয়ে বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস্তুচ্যুতদের জন্য ত্রাণ শিবির বসানো হয়েছে।

এদিকে উত্তর সিকিমে মোবাইল নেটওয়ার্ক সেবাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে পর্যটকদের উদ্ধার অভিযানে এসডিআরএফ টিম পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, ভারী বর্ষণে তিস্তা নদীর পানি উপচে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এরইমধ্যে নামচি জেলায় তিস্তার পানি বেড়ে মেলি স্টেডিয়ামকে প্লাবিত করেছে। গত অক্টোবরে সিকিমের এই অঞ্চলে আকস্মিক বন্যায় ৫০ জনের বেশি নিহত হয়েছে।

 


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top