ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

আমাদের সম্পর্কে


ভৌগোলিক অবস্থানগত কারণে প্রায় সারাবছর ধরেই বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করতে হয় বাংলাদেশকে। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে শৈত্যপ্রবাহ, খরা, তাপপ্রবাহ, শিলাবৃষ্টি, বর্জ্রপাত, কালবৈশাখী, অতিবৃষ্টি, বন্যা, ঝড়, জলোচ্ছাস বা পাহাড় ধ্বসের মত দুর্যোগের শিকার হতে হয় এদেশের মানুষকে। পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হিসেবে পরিচিত বাংলাদেশে অপরিকল্পিত নগরায়ন, পাহাড় কাটা, বৃক্ষ নিধন, বন উজাড় সহ বিভিন্ন বিপর্যয়ের মুখে এদেশের প্রাকৃতিক পরিবেশ। অপরদিকে পরিবেশের জন্য নতুন হুমকি হয়ে আবির্ভূত হয়েছে ভূ-গর্ভস্থ পানির স্বল্পতা, লবনাক্ততা বা নদী দূষণের মত মনুষ্য সৃষ্ট দুর্যোগ। দুর্যোগ মোকাবেলা এবং প্রতিকূলতার বিপরীতে টিকে থাকার সংগ্রামে লিপ্ত বাংলাদেশের প্রান্তিক ও স্থানীয় পর্যায়ের জনগন। অনেকক্ষেত্রে সফলও তারা। ফলাফল, বড় বড় দুর্যোগে আগের তুলনায় প্রাণহানির পরিমাণ অনেকাংশে কম । বাংলাদেশের ভূ-প্রকৃতি, আবহাওয়া, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ, প্রতিকূলতা, নগর-পরিকল্পনা সহ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত খবরাখবর, ভ্রমন প্রভৃতি বিষয়াবলী নিয়ে একটি বিশেষায়িত টিভি চ্যানেল (আইপি) হিসেবে আত্মপ্রকাশ করলো “পরিবেশ টিভি”। পরিবেশ সংরক্ষণ, সচেতনতা সৃষ্টি এবং দুর্যোগ মোকাবেলায় জনগনের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের টেকসই উন্নয়নে বড় ভূমিকা রাখতে বদ্ধপরিকর “পরিবেশ টিভি”। সুন্দর পরিবেশ এবং বাসযোগ্য পৃথিবী – এই শ্লোগানকে সামনে রেখে অভিজ্ঞ উপদেষ্টা মন্ডলীর পরামর্শে, প্রখ্যাত পরিবেশবাদী ও দুর্যোগ ব্যবস্থাপকদের সমন্বয়ে, এক ঝাঁক তরুণ মেধাবী জনবলের অক্লান্ত পরিশ্রমে “পরিবেশ টিভি” বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় সহযোগী ভূমিকা পালনে দৃঢ় প্রতিজ্ঞ।

Top