ঢাকা রবিবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৪, ৩১শে ভাদ্র ১৪৩১


‘এলিয়েন’ তেলাপিয়া মাছের বিস্তার ঠেকাতে থাইল্যান্ডে যুদ্ধ


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৪

আপডেট:
১৫ সেপ্টেম্বর ২০২৪ ০০:১৫

থাইল্যান্ডে তেলাপিয়ার একটি প্রজাতিকে ‘সবচেয়ে আক্রমণাত্মক’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় তেলাপিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মাছটি পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হওয়ায় এটি নির্মূলের পদক্ষেপ নেয়া হয়েছে। ১ সেপ্টেম্বর, রোববার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ম্যাচটির প্রজাতির নাম ‘ব্ল্যাকচিন তেলাপিয়া’। ইতোমধ্যে, এই প্রজাতি থাইল্যান্ডের অন্তত ১৭টি প্রদেশে ছড়িয়ে পড়েছে।এই প্রজাতির মাছ অন্যান্য ছোট মাছ যেমন: কুচো চিংড়ি ও শামুক, লার্ভা খেয়ে ফেলছে। এগুলো মূলত থাইল্যান্ডে গুরুত্বপূর্ণ পণ্য হিসেবে বিবেচিত হয়।

দেশটিতে এগুলোর বাণিজ্যিক চাষাবাদ হয়ে থাকে। সেই ব্যবসার ব্যাপক ক্ষতি করছে তেলাপিয়ার এই প্রজাতি। তবে ঠিক কীভাবে পরিবেশের জন্য ক্ষতিকর এই তেলাপিয়ার প্রজাতি এত দ্রুত ছড়িয়ে পড়ছে, তার কারণ খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দিয়েছে থাইল্যান্ডের পার্লামেন্ট।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top