দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটকের ভিড়

দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে দুর্গাপূজার ছুটিতে হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত সমুদ্র সৈকত কুয়াকাটা। সমুদ্রের নোনা জলে নেচে গেয়ে আনন্দ উন্মাদনায় মেতেছে পর্যটকরা। অতিরিক্ত পর্যটকের আগমন ঘটলেও তাদের নিরাপত্তায় তৎপর রয়েছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ।
২৩ অক্টোবর, সোমবার সকাল থেকে আকাশ মেঘলা এবং গুড়ি-গুড়ি বৃষ্টি হচ্ছে সৈকত জুড়ে। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে সৈকতের নোনা জলে গা ভাসিয়ে নেচে-গেয়ে আনন্দ উম্মাদনায় মেতেছেন পর্যটকরা। তবে আগত পর্যটকদের বেশিরভাগই দুর্গাপূজার ছুটি কাটাতে কুয়াকাটায় এসেছেন বলে জানিয়েছেন।
ঢাকা থেকে আসা পর্যটক মো. সোবহান চৌধুরী বলেন, ‘পূজায় ছেলে-মেয়েদের স্কুল বন্ধ। আর এদিকে পদ্মা সেতু দিয়ে অল্প সময়ে কুয়াকাটা চলে এলাম। আবহাওয়া একটু বৈরি থাকলেও পরিবার নিয়ে খুব ভালো সময় কাটছে।’
নাটোর থেকে আসা পর্যটক কালাম আজাদ বলেন, ‘কুয়াকাটায় এসেছি সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখবো বলে। কিন্তু সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যোদয় দেখতে পারিনি, তবে আশা করি সন্ধ্যায় সূর্যাস্ত দেখতে পারবো।’
কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. মনিরুল হক ডাবলু বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে কুয়াকাটায় অনেক পর্যটকের আগমন হয়েছে। আগত পর্যটকদের নিরাপত্তা দিতে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ সদা প্রস্তুত।’
১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সমুদ্র সৈকতে কুয়াকাটায় ছোট-বড় মিলে প্রায় দুই শতাধিক হোটেল-মোটেল রয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: