ঢাকা শুক্রবার, ২৮শে মার্চ ২০২৫, ১৫ই চৈত্র ১৪৩১

আবার বাড়ানো হল সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা


প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪১

আপডেট:
২৮ মার্চ ২০২৫ ১১:১৫

৩ অক্টোবর পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি উপত্যকায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা ফের ৩ দিন বাড়িয়েছে প্রশাসন। নতুন সিন্ধান্ত অনুযায়ী আগামী ৩ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার।

ইউএনও শিরীন আক্তার বলেন, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এমন সিন্ধান্ত নিয়েছে প্রশাসন। নতুন সিন্ধান্ত অনুযায়ী ৩ অক্টোবর পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।’

পাহাড়ে সাম্প্রতিক সহিংসতার জের ধরে চলা অবরোধে ২০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৪ দিন সাজেকে ১৫০০ পর্যটক আটকা পড়ে। ২৪ সেপ্টেম্বর সেনাবাহিনীর সহায়তায় পর্যটকরা খাগড়াছড়ি শহরে পৌঁছায়।

ওই দিন রাঙামাটিতে আইনশৃঙ্খলা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান সাজেকে পর্যটক ভ্রমণে ৩ দিনের নিষেধাজ্ঞা জারি করে। পরে তা দুই দফায় বাড়িয়ে ৩ অক্টোবর পর্যন্ত করা হয়।




আপনার মূল্যবান মতামত দিন:

Top