ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

রাজধানী সহ বিভিন্ন জেলায় মৃদু ভূকম্পন


প্রকাশিত:
৭ জুলাই ২০২১ ২৩:৩০

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০১:৪৭

 

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। সকাল ৮টা ২৪ মিনিটে এই ভূমিকম্প হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের শন্তিপুরের ঢেকিয়াজুলি থেকে ১২ কিলোমিটার দূরে। বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, ভুটান, নেপাল ও চীনেও কম্পনটি অনুভূত হয়।

সকালে অনেক জোরে কম্পনের কারণে আতঙ্কে ঘুম ভাঙে অনেকের। তবে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ৫ এপ্রিল মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা। প্রায় ৮ সেকেন্ড স্থায়ী এই কম্পনের রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top