ঢাকা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১

আক্কেলপুরে অবৈধ ইটভাঁটায় পুড়ছে কাঠ


প্রকাশিত:
১৮ মার্চ ২০২০ ১৭:৫৬

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০১:১০

ফাইল ছবি

পরিবেশ টিভি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় অবৈধ ইটভাঁটাগুলোতে আইনের তোয়াক্কা না করে প্রকাশ্যে কাঠ মজুদ করছে এবং সেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করছেন ভাঁটা মালিকরা। এতে পরিবেশদূষণ হচ্ছে সঙ্গে ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে। সরেজমিন বেশ কয়েকটি ভাঁটায় দেখা গেছে, শত শত মণ কাঠ মজুদ করা রয়েছে।

ভাঁটার চিমনিতে ধোঁয়া বের হচ্ছে, আর পুড়ছে কাঠ। ব্যারেল চিমনির ভাঁটার চারদিকে কয়েকশত মণ কাঠ রয়েছে। একইভাবে উপজেলার তিলকপুর ইউনিয়নের ভাঁটা মালিক এসএম সাখাওয়াত হোসেনের সঙ্গে কথা বললে তিনি বলেন, শুধু কাঠ নয় মাঝে মধ্যে কয়লা পুড়িয়ে থাকি।

নাম প্রকাশে অনেচ্ছুক ভাঁটা মালিকদের একজন জানান, তারা জিগজ্যাগ ভাঁটা পরিচালনা করেন। এই ভাঁটায় কয়লা ব্যবহার হয়ে থাকে। জিগজ্যাগ ভাঁটায় ইট পোড়ানোর খরচ একটু বেশি হওয়ায় অনেকে করতে চান না।

সূত্র জানায়, ব্যারেল বা ফিক্সড চিমনির ভাঁটার চেয়ে জিগজ্যাগ ভাঁটায় ইট পোড়াতে তাদের ইট প্রতি ২ টাকা অতিরিক্ত খরচ হয়। এতে তারা ব্যবসায়ীভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কম টাকায় ইট তৈরি করে তারা কম টাকায় বিক্রি করছেন, আর তারা ওই টাকায় বিক্রি করতে গিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top