ঢাকা শনিবার, ১২ই অক্টোবর ২০২৪, ২৮শে আশ্বিন ১৪৩১

কক্সবাজারে টানা বৃষ্টিতে পাহাড় ধস, ৬ জনের মৃত্যু


প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৭

আপডেট:
১২ অক্টোবর ২০২৪ ১৬:১৮

কক্সবাজারে পৃথক দুই স্থানে পাহাড় ধসের ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে তিন জন রোহিঙ্গা রয়েছেন।  ১৩ সেপ্টেম্বর, শুক্রবার ভোরে উখিয়া ১৪ নম্বর হাকিমপাড়ায় ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে নিহত তিন রোহিঙ্গা হলেন, ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-২ ব্লকের কবির আহমেদের ছেলে আব্দুর রহিম, আব্দুল হাফেজ ও আব্দুল ওয়াহেদ।

কক্সবাজার ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন বিষয়টি নিশ্চিত করেন।

অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানান, ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিন জন নিহত হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী বলেন, জেলায় পাহাড় ধসে মোট ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন জন বাংলাদেশি ও তিন জন রোহিঙ্গা।

এর আগে ১৩ সেপ্টেম্বর, শুক্রবার রাত ২টার দিকে সদর উপজেলার ঝিলংঝা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকায় পাহাড় ধসের ঘটনায় আরো তিনজনের মৃত্যু হয়। তারা হলেন- দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আখি মনি এবং তার দুই শিশুকন্যা মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম।

প্রতিবেশীরা জানান, রাতে ২টার দিকে ভারী বৃষ্টি হওয়ার সময় মিজানের বাড়ির দিক থেকে একটি পাহাড় ধসের বিকট শব্দ শোনা যায়। পরে তারা গিয়ে দেখে, মিজানের পুরো পরিবার মাটিচাপা পড়েছে। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হয়। পরে দমকল বাহিনীর সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে স্ত্রী ও দুই শিশু মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে টানা ভারি বর্ষণে কক্সবাজারের ৭ উপজেলার ২০টি ইউনিয়নে অন্তত ২ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। কক্সবাজার শহরের বেশ কয়েকটি সড়ক কোমর ও হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে গেছে।

তাছাড়া রামু, উখিয়া, টেকনাফ ইদগাহ, পেকুয়া, চকরিয়া উপজেলার গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে বর্ষণের পানিতে।

এদিকে সেন্টমার্টিন দ্বীপেও গত তিনদিন ধরে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, ১৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪০১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

সহকারি আবহাওয়াবিদ তোফায়েল হোসেন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় চলতি মৌসুমের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top