ঢাকা সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১

মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে বিধ্বস্ত হিমাচল, অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা


প্রকাশিত:
৪ আগস্ট ২০২৪ ১৫:৪২

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ০৯:২৮

মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের হিমাচল প্রদেশ। রাজ্যজুড়ে ধস ও ভূমিধ্বসে বিপর্যস্ত জনজীবন। এখনও পর্যন্ত অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা করছেন প্রদেশের মন্ত্রী বিক্রমাদিত্য সিং।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টিপাতের ফলে রাজ্যের বিভিন্ন স্থানে ধস নেমেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত ১১৪টি সড়ক জলমগ্ন ও ভূমিধ্বসের কারণে বন্ধ রয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আরও তিন-চার দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

শনিবার মন্ত্রী বিক্রমাদিত্য সিং জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে মৃতদেহ উদ্ধারের কাজ চলছে এবং প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। তবে উদ্ধার অভিযান শেষ হওয়ার পর এ বিষয়ে সরকারিভাবে ঘোষণা দেওয়া হবে। এই মুহূর্তে সরকারের প্রধান লক্ষ্য হল আটকে পড়া মানুষদের উদ্ধার করা, ত্রাণ পৌঁছে দেওয়া এবং যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার করা।

এই উদ্ধার কাজে স্থানীয় প্রশাসনের সাথে সেনাবাহিনী, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিআইএসএফ, আইটিবিপি কাজ করছে।

হিমাচলের আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা বিভাগ জানিয়েছে, রাজ্যের মান্ডিতে ৩৬টি, কুলুতে ৩৪টি, শিমলায় ২৭টি, লাহৌল ও স্পিতিতে আটটি, কাংড়ায় সাতটি, কিন্নর জেলায় দু’টি সড়ক বন্ধ রয়েছে। রাজ্য সড়ক পরিবহন দপ্তর ৮২টি রুটে বাস পরিষেবা বন্ধ রেখেছে। এখন পর্যন্ত ৬৫৫ কোটি টাকার সম্পত্তিহানির খবর পাওয়া গেছে।

শুধু হিমাচলে নয়, ভারতের গুজরাট, পশ্চিম মধ্যপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, আসাম ও মেঘালয়ে ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খণ্ড ও বিহারেও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করেছে।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top