ঢাকা সোমবার, ১৩ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১

চীনে টর্নেডোর তাণ্ডবে নিহত ৫, আহত ৩৩


প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২৪ ১৭:২৪

আপডেট:
১৩ মে ২০২৪ ১৯:১৯

চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশের রাজধানী শহর গুয়াংজৌতে স্থানীয় সময় ২৭ এপ্রিল শনিবার বিকেলে শক্তিশালী টর্নেডোর আঘাতে হেনেছে। এতে পাঁচজন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ২৮ এপ্রিল, রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন।

প্রতিবেদনে বলা হয়, টর্নেডোটি শহরের বাইয়ুন জেলার ঝোংলুওটান শহরে আনুমানিক বেলা ৩টায় আঘাত হানে। এসময় টর্নেডোর ঘটনাস্থল থেকে প্রায় ২.৮ কিলোমিটার দূরে লিয়াংতিয়ান গ্রামের আবহাওয়া কেন্দ্রে বাতাসের গতিবেগ প্রতি সেকেন্ডে ২০.৬ মিটার নিবন্ধিত হয়েছিল।

প্রাদেশিক আবহাওয়া ব্যুরোর প্রাথমিক তদন্তে বলা হয়েছে, টর্নেডোটি তৃতীয় স্তরের ছিল। টর্নেডোর সর্বোচ্চ তীব্রতার মাত্রা পাঁচ থেকে দুই স্তর নিচে।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top