ঢাকা শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ায় মসজিদভিত্তিক শিক্ষায় গুরুত্ব পাচ্ছে পরিবেশ


প্রকাশিত:
৩১ অক্টোবর ২০১৯ ২২:৫৯

আপডেট:
৩ মে ২০২৪ ০৮:৪৫

ফাইল ছবি

পরিবেশ টিভি: পরিবেশ সংরক্ষণে শিশুদের সচেতন করতে অপ্রথাগত পদ্ধতিকে গুরুত্ব দিচ্ছে ইন্দোনেশিয়ার উলামা কাউন্সিল (মজলিসে উলামা)৷

রাজধানী জাকার্তায় জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সংরক্ষণ নিয়ে এক সম্মেলনের ফাঁকে ডয়েচে ভেলের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় প্রতিষ্ঠানটির এক নেতা৷

ডয়েচে ভেলে এবং ইন্দোনেশিয়ার সিভিল সোসাইটি সংগঠন ওয়াহিদ ফাউন্ডেশন যৌথভাবে এই সম্মেলনের আয়োজক৷

জাকার্তার ডাবলট্রি হোটেলে দু'দিন ব্যাপী এই সম্মেলন শুরু হয় বুধবার। ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও পাকিস্তানের ধর্মীয় নেতা, পরিবেশবিদ, পরিবেশ আন্দোলনের কর্মী, সংবাদিকসহ প্রায় শ'খানেক মানুষ এতে অংশ নিয়েছে৷

উলামা কাউন্সিলের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের প্রধান হায়ু প্রাবোয়ো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘পরিবেশ সংরক্ষণের বিষয়ে আমরা শিশুদের মসজিদকেন্দ্রিক শিক্ষার ওপর জোর দিচ্ছি৷ ধর্মীয় বোর্ডিং স্কুলে যেসব শিশু পড়ছে তাদের আমরা পরিবেশ সম্পর্কে সচেতন করছি৷’’

মসজিদকেন্দ্রিক শিক্ষার ওপর জোর দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, "যেসব শিশু ইসলামিক বোর্ডিং স্কুলে পড়ছে তারা মসজিদের নিয়মিত যাচ্ছে। অন্য মানুষরাও মসজিদে আসছে, নামাজ পড়ছে, একত্র হচ্ছে৷’’

উলামা কাউন্সিলের নেতা হায়ু ইন্দোনেশিয়ায় ‘ইকো-মসজিদ' প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা৷ বৃষ্টির পানি সংরক্ষরণ করে ওজুর জন্য ব্যবহার, বিদ্যুৎ সংক্ষরণ, গাছ রোপণসহ বিভিন্ন পরিবেশসম্মত পদক্ষেপের জন্য ইকো-মসজিদের ধারণা ইন্দোনেশিয়ায় জনপ্রিয় হচ্ছে৷

সূত্র: ডয়েচে ভেলে




আপনার মূল্যবান মতামত দিন:

Top