ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


হিমালয়ের তুষারধসে অন্তত ১০ জন পর্বতারোহীর মৃত্যু


প্রকাশিত:
৫ অক্টোবর ২০২২ ২২:৩৪

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৮:৪৯

 

 

ভারতের উত্তরাখণ্ডে হিমালয়ের তুষারধসে অন্তত ১০ জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উত্তরকাশী জেলায় ওই দুর্ঘটনার রাত পর্যন্ত ১৮ জন পর্বতারোহী নিখোঁজ ছিলেন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গাড়ওয়াল হিমালয়ের ‘দ্রৌপদী কা ডান্ডা’ নামের শিখরের অদূরে মঙ্গলবার সকাল ৯টা নাগাদ তুষারধসের ঘটনা ঘটে। দুর্ঘটনার কবলে পড়া পর্বতারোহীরা উত্তরাখণ্ডের উত্তরকাশীর পর্বতারোহণ প্রশিক্ষণকেন্দ্র ‘নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং’ (নিম)-এর শিক্ষার্থী ও প্রশিক্ষক। নিমের কর্মকর্তা কর্নেল অমিত বিস্ত মঙ্গলবার সন্ধ্যায় জানান, দলে মোট ৩৪ জন ছিলেন। প্রায় ১৬ হাজার ফুট উচ্চতায় তুষারধসে চাপা পড়া ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১৮ জন রাতেও নিখোঁজ ছিলেন।

উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়েই দ্রুত উদ্ধারের কাজ শুরু করে সেনা, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ)।

সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের সন্ধান চলে। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে রাতের অন্ধকারে উদ্ধারের কাজ ব্যাহত হয়।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top