ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


আফগানিস্তানের পশ্চিম প্রান্তে শক্তিশালী ভূ-কম্পন: নিহত ২৬


প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২২ ০০:৫৪

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ২০:৫৯

 

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার (১৭ জানুয়ারি) রাতে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বাদঘিস। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর নিশ্চিত করেছে।

বাদঘিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, কাদিস জেলায় বাড়ির ছাদ ধসে তাদের মৃত্যু হয়েছে।

মোহাম্মদ সারওয়ারি আরও বলেন, নিহতদের মধ্যে ৫ নারী ও ৪ শিশু রয়েছে। এছাড়াও আহত হয়েছেন চার জন। ওই প্রদেশের মুক্বর জেলাতেও ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

আফগানিস্তান তালেবানের দখলে আসার পর এমনিতেই মানবিক বিপর্যয়ের কবলে পড়েছে দেশটি। কারণ যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পর পশ্চিমা দেশগুলো আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে এবং বিদেশে থাকা সম্পদও আটকে দিয়েছে। এরইমধ্যে এমন প্রাকৃতিক বিপর্যয় সেখানকার মানুষের সমস্যা আরও বাড়াবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top