ঢাকা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


ফের ভূমিকম্পে কাঁপলো নিউজিল্যান্ড, কয়েক ঘণ্টার ব্যবধানে শক্তিশালী তিনটি ভূকিমম্প


প্রকাশিত:
৬ মার্চ ২০২১ ২১:৩৫

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৯:৫০

ফের ভূমিকম্প আঘাত হেনেছে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ড। শনিবার ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। এমনটি জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ।

এই ভূমিকম্পে কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, গত শুক্রবার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে শক্তিশালী তিনটি ভূকিমম্প আঘাত হানে নিউজিল্যান্ডে । সেই আতঙ্ক এখনও সবার মন থেকে কাটেনি। এর মধ্যেই দেশটিতে আঘাত হেনেছে চতুর্থ ভূকম্পন।

একাধিক ভূমিকম্পের জেরে নর্থ আইল্যান্ডের বেশিরভাগ এলাকায় জরুরি সুনামি সতর্কতা জারি করেছিল নিউজিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা। পরে গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ২৫ মিনিটে সতর্কতা কিছুটা নামিয়ে আনে তারা।




আপনার মূল্যবান মতামত দিন:

Top