ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


জার্মানিতে ভারী তুষারপাত, দেশব্যাপী জরুরি কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে


প্রকাশিত:
৯ ফেব্রুয়ারি ২০২১ ০৩:০৫

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৩:৫৯

দেশব্যাপী জরুরি কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে

 

জার্মানির উত্তর ও মধ্যাঞ্চলে ভারী তুষারপাতের ঘটনা ঘটেছে। এই কারণে জার্মানির আবহাওয়া অফিস চরম আবহাওয়ার সতর্কবার্তা জারি করেছে। দেশব্যাপী জরুরি কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। আজ সোমবার তুষারপাতের এই ধারা অব্যাহত আছে।

ভারী তুষারপাতের কারণে রবিবার জার্মানির উত্তর ও মধ্যাঞ্চলে রেল চলাচলে বিঘ্ন ঘটে। কিছু ট্রেনের শিডিউলে বিঘ্ন ঘটে। আর কিছু ট্রেন বাতিল করে দেওয়া হয়। তুষার জমে যাওয়া ও ভারী তুষারপাতের কারণে দৃশ্যতা কমে যাওয়ায় কিছু দুর্ঘটনা ঘটে। চলতে গিয়ে পড়ে যাওয়ায় মানুষজন আহত হন। এছাড়া সড়ক দুর্ঘটনা ও গাড়ি উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে। ভারী তুষারপাতের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় কিছু রাস্তায় চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে কিছু রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

জার্মানির আবহাওয়া অফিস বলছে, নর্থ রাইন ওয়েস্টফালিয়া, হেসে, রাইনল্যান্ড-ফালৎস, টুরিঙ্গিয়া ও সাক্সনি রাজ্যের কিছু অংশে ব্ল্যাক আইস দেখা যেতে পারে। ব্ল্যাক আইস হচ্ছে এক ধরনের খুব পাতলা বরফ যা রাস্তায় জমে থাকে। এগুলো দেখতে এতই পাতলা যে চালক সহজে তা দেখতে পান না। ফলে দুর্ঘটনা ঘটতে পারে।




আপনার মূল্যবান মতামত দিন:

Top