বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে দুবাই, ঢাকার অবস্থান ১১

বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। বায়ুদূষণে মানদণ্ডে ২০১ স্কোর নিয়ে এই অবস্থানে রয়েছে শহরটি। ২৮ আগস্ট, বুধবার আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ডে এই তথ্য ওঠে এসেছে। এই সময় ঢাকার বাতাসে দূষণ মাত্রা মাঝারি অবস্থায় থাকতে দেখা গেছে।
আইকিউএয়ারের মানদণ্ডে এদিন সকাল ১১ টায় ১১৩ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় ১০ম স্থানে ছিলো ১১ ঢাকা, যা দূষণের দিক থেকে মাঝারি হিসেবে বিবেচিত।
এসময় ১৮৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। আর ১৭৯ স্কোর নিয়ে কাতারের দোহা ছিল তৃতীয় অবস্থানে। এর পরই ছিল যথাক্রমে উগান্ডার কাম্পালা, পাকিস্তানের লাহোর, ইন্দোনেশিয়ার জাকার্তা, ভিয়েতনামের হনয়, বাহরাইনের মানামা ও উজবেকিস্তানের তাশকেন্ত।
সাধারণত, দূষণের পাঁচটি ধরন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)-এর ওপর ভিত্তি করে একিউআই নির্ধারণ করা হয়।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত স্বাস্থ্যকর এবং ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি হিসেবে বিবেচিত হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। বায়ুর এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে বিবেচনা করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় সব বয়সের মানুষকে সতর্ক থাকতে বলা হয়।
এছাড়া বায়ুদূষণের এই স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। এই মাত্রার দূষণ শহরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: