উদ্বেগজনক ভারতের বন্যা পরিস্থিতি, মুম্বাইয়ে কমলা সতর্কতা জারি

ভারতে গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ, আসাম, উত্তরাখণ্ডসহ একাধিক রাজ্যে। ফলে সেই সব রাজ্যে তৈরি হচ্ছে বন্যা পরিস্থিতি। ইতোমধ্যেই গোটা ভারতে বৃষ্টি, বজ্রপাতার কারণে মৃত্যু হয়েছে একাধিক মানুষের।
উত্তর-পূর্ব ভারতের রাজ্য আসামে বন্যা পরিস্থিতির এখনো কোনো উন্নতি হয়নি। চলতি বর্ষা মৌসুমে এখনো পর্যন্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে রাজ্যটিতে। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী-কাছার, বরপেটা, কামরূপ, নগাঁও, ধুবরি, দারাং, বিশ্বনাথ, গোলাঘাট সহ রাজ্যের ২৬টি জেলা ক্ষতিগ্রস্ত।
মধ্যপ্রদেশের অবস্থাও উদ্বেগজনক। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী-গত কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাতের কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টি এবং বজ্রপাতের কারণে গড়ে প্রতিদিন তিনজন করে মানুষের মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে। বৃষ্টিপাত নিয়ে রাজ্য তরফে দেওয়া শেষ বিবৃতিতে চলতি বছরের ১৫ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত বর্ষাজনিত কারণে ৯১ জনের মৃত্যু হয়েছে।
উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি জনিত কারণে মৃত্যু হয়েছে ৫৪ জনের। রাজ্যের ৯২৩টি গ্রামের প্রায় ১৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত।
বৃহস্পতিবারই আকাশপথে বলরামপুর, শ্রাবস্তীসহ বন্যা কবলিতগুলো এলাকা গুলি ঘুরে দেখেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ।
শুক্রবার সকাল থেকে নতুন করে বৃষ্টি শুরু হয়েছে ভারতের বাণিজ্য নগরী মুম্বাই শহরে। একাধিক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয় যানজট। আবহাওয়া দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে-আগামী ২৪ ঘণ্টা চলবে এই বৃষ্টিপাত। হলে স্থানীয় প্রশাসনের তরফে শুক্রবার হলুদ সর্তকতা এবং শনিবার কমলা সর্তকতা জারি করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: