ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত


প্রকাশিত:
৩ জুন ২০২৪ ১৫:০৮

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১০:৩১

জাপানের মধ্যাঞ্চলের নোটো উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৯। তবে এতে সুনামির কোনও আশঙ্কা নেই।

স্থানীয় সময় ৩ জুন, সোমবার ৬টা ৩১ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। জাপানের আবহাওয়া সংস্থা এ কথা জানিয়েছে।

অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলেছে, সোমবারের এই ভূমিকম্পে পাঁচটি বাড়ি ধসে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, এলাকাটি গত তিন বছর ধরে সক্রিয় ভূমিকম্পপ্রবণ হয়ে আছে।

চলতি বছরের ১ জানুয়ারি ওই এলাকায় ৭.৬ তীব্রতার ভূমিকম্প আঘাত হানে। এটি অদূর ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। সুতরাং, এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।সংস্থাটি একই সঙ্গে বিশেষ করে বৃষ্টি ও ভূমিকম্প হলে ভূমিধস এবং পাথরধসের বিষয়েও সতর্ক করেছে।

উল্লেখ্য, বছরের প্রথমদিনের ভূমিকম্পে অন্তত ২৬০ ব্যক্তি প্রাণ হারিয়েছিল।

 

সূত্র: এপি, জাপান টাইমস

 


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top