নতুন টেলিস্কোপের অসাধারণ দৃশ্য, মনে হয় যেন নক্ষত্রের বিশাল আঁতুড়ঘর!

ইউরোপীয় মহাকাশ সংস্থা তাদের নতুন মহাকাশ টেলিস্কোপ, ইউক্লিডের মাধ্যমে মহাবিশ্বের অসাধারণ কিছু ছবি প্রকাশ করেছে। এই ছবিগুলো মহাবিশ্বের রহস্য উন্মোচনে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
ইউক্লিডের তোলা ছবিগুলোর মধ্যে একটিতে দেখা যাচ্ছে মেসিয়ার ৭৮ নামে পরিচিত একটি বিশাল নক্ষত্রের শিশুশালা। এই শিশুশালা পৃথিবী থেকে প্রায় ১,৩০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। ইউক্লিডের বিশেষ ক্যামেরা ধূলিকণার আড়াল থেকে এই নক্ষত্রের জন্মস্থানের অসাধারণ দৃশ্য ধারণ করেছে।
ইউক্লিড কেবল মনোরম ছবি তোলার জন্যই তৈরি করা হয়নি। এর প্রধান কাজ হলো মহাবিশ্বের রহস্য উন্মোচন করা। বিজ্ঞানীরা আশা করছেন যে ইউক্লিডের মাধ্যমে তারা 'ডার্ক ম্যাটার' এবং 'ডার্ক এনার্জি' সম্পর্কে আরও জানতে পারবেন। এই দুটি রহস্যময় উপাদান মহাবিশ্বের বেশিরভাগ অংশ গঠন করে।
ইউরোপীয় মহাকাশ সংস্থার মহাপরিচালক জোসেফ অ্যাসচবাখের এক বিবৃতিতে বলেন, ‘মহাবিশ্বের গঠন মানচিত্র তৈরির উত্তেজনাপূর্ণ যাত্রার একেবারে শুরুতে রয়েছে ইউক্লিড।’
ইউক্লিড মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি যুগান্তকারী অর্জন। এর মাধ্যমে মহাবিশ্ব সম্পর্কে আরও অনেক কিছু জানা যাবে বলে আশা করা হচ্ছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: