ঢাকা সোমবার, ৭ই এপ্রিল ২০২৫, ২৫শে চৈত্র ১৪৩১


মেক্সিকোয় তীব্র গরমে হাউলার বানরের মৃত্যু


প্রকাশিত:
২১ মে ২০২৪ ২১:০৮

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১৮:২৯

মেক্সিকোয় তীব্র গরমে গাছ থেকে পড়ে মারা যাচ্ছে একের পর এক হাউলার বানর। দেশটির কর্তৃপক্ষ বলেছে, বিপণ্ন প্রজাতির এসব বানর তীব্র গরমের কারণে মারা যাচ্ছে কি না, তা নিয়ে তদন্ত করা হচ্ছে।

মেক্সিকান পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, বানরগুলোর মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে হিটস্ট্রোক, ডিহাইড্রেশন, অপুষ্টি বা ফসলে কীটনাশকযুক্ত ধোঁয়া দেওয়ার মতো বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে।

কোনো ভাইরাস অথবা ব্যাকটেরিয়া এই ঘটনার জন্য দায়ী কি না, সেটিও পরীক্ষা করবে কর্তৃপক্ষ।

ভারতে ৫১ বছরের রেকর্ড ভাঙলো দাবদাহ, তাপমাত্রা ছাড়ালো ৪৭ ডিগ্রি

সম্প্রতি মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাস এবং তাবাসকোতে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসব এলাকাতেই হাউলার বানরের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ পর্যন্ত কতগুলো বানর মারা গেছে তা নির্দিষ্ট করে বলেনি মেক্সিকান সরকার। তবে তাবাসকো-ভিত্তিক বন্যপ্রাণী সংরক্ষণ সংগঠন কোবিয়াস ‘গণমৃত্যুর’ কথা জানিয়েছে।

এক বিবৃতিতে তারা বলেছে, সম্ভবত জলবায়ুগত কারণে এটি ঘটেছে। তবে আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ কারণগুলোকেও অস্বীকার করতে পারি না।

স্থানীয়দের প্রতি অনুরোধ জানিয়ে সংগঠনটি বলেছে, আপনি যদি দুর্বল এবং দৃশ্যত তাপ বা ডিহাইড্রেশনে ভুগছে এমন বানরদের দেখেন, তাহলে দয়া করে তাদের পান করার জন্য দড়ি দিয়ে এক বালতি পানি তুলে দেওয়ার চেষ্টা করুন।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের বাড়ি তাবাসকোতে। তিনিও বানরের মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে চরম তাপমাত্রার দিকে ইঙ্গিত করেছেন।

নিয়মিত সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বলেছেন, তাপ অনেক বেশি। আমি যতদিন ধরে এই রাজ্যগুলো পরিদর্শন করছি, এখনকার মতো গরম আগে কখনো অনুভব করিনি।

তাবাসকো নাগরিক সুরক্ষা ইনস্টিটিউট বলেছে, বানরদের হাইড্রেটেড রাখতে কর্তৃপক্ষ এবং অন্যান্য সংরক্ষণকারীরা পানি ও খাবার, বিশেষ করে ফলমূল সরবরাহ করছে।




আপনার মূল্যবান মতামত দিন:

Top