দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শ্রীলঙ্কায় ক্ষতিগ্রস্ত ১০ হাজারের বেশি মানুষ
শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার কারণে ১০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের উপপরিচালক থুসিথা বৈদ্যরত্নে। দেশটিতে ভারী বর্ষণের পর সোমবার সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, ২০ মে সোমবার সকাল পর্যন্ত ৩ হাজার ৫১৮টি পরিবারের ১০ হাজার ২৯৯ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব দুর্যোগে দু’জন আহত হয়েছেন এবং তিনটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বৈদ্যরত্নে। আহত দু’জনের বাড়ি অনুরাধাপুরা জেলায়।
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে ভারী বৃষ্টিপাত ও জড়োহাওয়া বইছে জানিয়ে তিনি বলেন, বিরাজমান পরিস্থিতি অব্যাহত থাকবে।
এদিকে দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চলতি সপ্তাহে অনেক জেলায় ১০০ মিলিমিটারের ওপরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সূত্র : এএফপি
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: