ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


বঙ্গোপসাগরে ফের লঘুচাপ: ৩ নম্বর সর্তকতা সংকেত জারি


প্রকাশিত:
১৯ আগস্ট ২০২২ ০৯:৩৩

আপডেট:
২০ আগস্ট ২০২২ ০৭:৪৪

 

বঙ্গোপসাগরে আবার লঘুচাপ সৃষ্টি হয়েছে। তিন নম্বর সর্তকতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সাগর উত্তাল হতে শুরু হওয়ায় গভীর সাগরে মাছ ধরতে যাওয়া ফিশিং ট্রলারবহর নিরাপদ আশ্রয়ের খোঁজে উপকূলের দিকে ছুটে আসছে। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত আটটার দিকে বাগেরহাটের কচুয়া এলাকার ফিশিংবোট "এফবি সাব্বির" এর মালিক মো. মিজানুর রহমান দুবলারচরের ভেদাখালী থেকে মোবাইল ফোনে জানান, বৃহস্পতিবার দুপুরে সাগরের আবহাওয়া খারাপ হয়েছে। গভীর সাগরে মাছ ধরতে যাওয়া ফিশিংবোটগুলো উপকূলের দিকে ছুটে আসছে এবং দুবলারচরের খালে আশ্রয় নিচ্ছে। 

পূর্ব সুন্দরবন বিভাগের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় মোবাইল ফোনে জানান, আবহাওয়া খারাপ হওয়ায় গভীর সাগর থেকে ফিশিং ট্রলার উপকূলের দিকে ফিরে আসছে এবং সন্ধ্যা পর্যন্ত  দুবলা অফিস কেল্লা ও মাঝেরকেল্লার সামনে ৬০ থেকে ৬৫টি ফিশিং ট্রলার এসে নোঙর করেছে।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top