ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


দিনভর বৃষ্টিতে রাজশাহীতে রবি ফসলের ক্ষতি আশঙ্কা


প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২২ ১০:৫৪

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ০৪:৪১

 

শুক্রবার রাজশাহীতে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতে ধান ছাড়া অন্যান্য রবি মৌসুমের আলু, মশুর, পেঁয়াজ, রসুনসহ প্রায় সব ফসলেরই ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ। তবে ফসলের জমিতে পানি জমতে না দিলে ক্ষতির মাত্রা কমবে বলে ধারণা করা হচ্ছে।

কৃষিবিদ ও চাষীরা জানিয়েছেন, দিনভর বৃষ্টিতে উপকার হয়েছে ধান ও আমের। বৃষ্টির কারণে কৃষকের ধানে সেচের খরচ বাঁচবে এবং প্রায় সব গাছেই মুকুল আসবে।

মৌসুমী বায়ুর নিম্নচাপের কারণে শুক্রবার ভোর সাড়ে ৪টায় বৃষ্টি শুরু হয়। তখন ১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বিকেল ৩টা পর্যন্ত ২৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top