ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


শীতের দাপটে তেঁতুলিয়ায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ


প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২১ ১০:৪৯

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ২০:১০

শীতের দাপটে উত্তরজনপদের সীমান্তঘেষা উপজেলা তেঁতুলিয়ায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। টানা চারদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে। নিম্নমুখী তাপমাত্রার কারণে বেকায়দায় পড়েছে শ্রমজীবী মানুষ।

বৃহস্পতিবার সকাল ৯টায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিস। এর আগে গত ২০ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর টানা তিনদিন ধরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।


ভোর-সন্ধ্যা-রাতে প্রচণ্ড শীত অনুভব হচ্ছে। দিনের বেলায় রোদ থাকলেও থাকে না তেজ। বিকেল থেকেই বইছে ঠাণ্ডা বাতাস। ঠাণ্ডা বাতাসে অনুভূত হয় শীতের প্রকোপ। প্রান্তিক জনপদের মানুষ শীত নিবারণে বাড়ির উঠোনে খড়-কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে। সকালে কুয়াশা না থাকলেও কনকনের শীতের কারণে বেলা অব্দি শীতের গরম কাপড় জড়িয়ে থাকতে দেখা যায়। এ অঞ্চলটি হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় শীতের প্রকোপ বেশি হয়ে থাকে।

শীত নিবারণে শহরের হাটবাজারের ফুটপাতের কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। এদিকে বেড়েছে শীতজনিত নানা ব্যাধি। হাসপাতাল, ক্লিনিকগুলোতে জ্বর-সর্দি, কাশি, অ্যাজমা, সাইনোসাইটিস, ইসনোফিলসহ বিভিন্ন শীতজনিত রোগীর ভিড় লক্ষ্য করা গেছে। শীতে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা থাকায় চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন।


উপজেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, শীত বেড়েছে। বেশ কয়েকদিন থেকে ১০ এর নিচে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top