ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


আজও দেশের ৫ বিভাগে কালবৈশাখীর আভাস


প্রকাশিত:
৩১ মার্চ ২০২১ ০২:১৫

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ০৭:৩৪

 
সিলেট বিভাগের কিছু এলাকাসহ ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
 
আজ মঙ্গলবার (৩০ মার্চ) সকাল ৯টা থেকে আগামীকাল বুধবার (৩১ মার্চ) সকাল ৯টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে এ‌ই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু এলাকাসহ ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
 
পূর্বাভাসে আরো বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া আগামী তিন দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে।

বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top