দিনে পড়বে গরম, রাতে বাড়বে ঠান্ডা

তাপমাত্রা কমার কারণে রাতে ঠান্ডা কিছুটা বাড়তে পারে, আর দিনে তাপমাত্রা বেড়ে বাড়তে পারে গরম। আবহাওয়া অধিদপ্তর সোমবার সকালে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য দিয়েছে।
অধিদপ্তর বলছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগের অবস্থান করছে।
বিষয়: আবহাওয়া
আপনার মূল্যবান মতামত দিন: