ঢাকা শনিবার, ১২ই অক্টোবর ২০২৪, ২৮শে আশ্বিন ১৪৩১


দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহের তীব্রতা কমেছে, আরও কমবে


প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২০ ২৩:৫৮

আপডেট:
২৩ ডিসেম্বর ২০২০ ০২:৩৩

দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন

 

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরুর চতুর্থ দিনে সোমবার এর তীব্রতা কিছুটা কমেছে। আস্তে আস্তে তা আরও কমতে পারে। একারণে আগামী চারদিনে দেশের তাপমাত্রা বাড়তে পারে। সোমবার (২১ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, গোপালগঞ্জ, সীতাকুণ্ড, কুমিল্লা, শ্রীমঙ্গল, বদলগাছী, তেঁতুলিয়া, রাজারহাট, চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তা কোনো কোনো স্থান থেকে দূরীভূত হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।


অন্যদকে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য জায়গায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে- উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকার পশ্চিমবঙ্গে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।




আপনার মূল্যবান মতামত দিন:

Top