ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


ঘন কুয়াশায় চট্টগ্রামের ৩টি ফ্লাইট নামলো কলকাতায়


প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২০ ০১:২৪

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ১৮:৫৯

ফাইল ছবি

পরিবেশ টিভি: ঘন কুয়াশায় ভিজিবিলিটি কমে যাওয়ায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। এতে আন্তর্জাতিক তিন ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করতে না পেরে কলকাতা এয়ারপোর্টে নেমেছে।

বিমানবন্দরের চিফ অপারেশন অফিসার কাজী খায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সাড়ে ১০টা থেকে ভিজিবিলিটি স্বাভাবিক হয়েছে বলে তিনি জানান।

কাজী খায়রুল কবির বলেন, ‘ঘন কুয়াশার কারণে ভিজিবিলিটি কমে যাওয়ায় আন্তর্জাতিক তিনটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। সকালে দোহা থেকে আসা ইউএস বাংলা, মাসকাট থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ ও শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে পারেনি। ফ্লাইটগুলো কলকাতায় অবতরণ করেছে। পাশাপাশি এ সময় অভ্যন্তরীণ ফ্লাইটও ওঠানামা বন্ধ ছিল। সকাল সাড়ে ১০টার দিকে এয়ারপোর্ট এলাকার ভিজিবিলিটি স্বাভাবিক হয়েছে। ১১টা থেকে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়ে যাবে।’


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top