ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


কুয়াশায় বাড়বে না তাপমাত্রা, দিনে থাকবে ঠান্ডা


প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২০ ০১:২১

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ১৯:৫৫

ফাইল ছবি

পরিবেশ টিভি: সোমবার সকাল থেকেই রোদ্রোজ্জ্বল ছিল রাজধানী। তাপমাত্রার সঙ্গে শীতও ছিল তুলনামূলকভাবে কম। তবে আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল থেকেই কুয়াশা ঘিরে ধরেছে রাজধানীর চারপাশ।

মঙ্গলবার সকালে আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, ‘রাতের তাপমাত্রা একটু বেড়েছে। কুয়াশার কারণে দিনের তাপমাত্রা বাড়বে না। দিনে ঠান্ডার অনুভূতিটা থাকবে। সারাদেশেই এই কুয়াশা রয়েছে।’

তিনি বলেন, ‘আজকের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে তেঁতুলিয়ায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগ এবং যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।’

আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, বুধ ও বৃহস্পতি রাত ও দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে। তারপরের ৫ দিনের শেষের দিকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top