ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


ঝরতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা


প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২০ ০১:৫৬

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ০১:৫৭

ফাইল ছবি

পরিবেশ টিভি: এবার জানুয়ারি যেন শীতের পাশাপাশি বৃষ্টিও নিয়ে এসেছে। মাসের শুরুতেই সারাদেশেই বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবারও (৯ জানুয়ারি) দেশের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদফতর বলছে, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ দিকে দেশের বেশকিছু অঞ্চলের উপর দিয়ে শৈত্যপ্রবাহও বয়ে যাচ্ছে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সারাদেশের তাপমাত্রা কমার পূর্বাভাস থাকলেও ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করছে আবহাওয়া অধিদফতর। এ দিন সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত এ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজকে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

শুক্র (১০ জানুয়ারি) ও শনিবার আবহাওয়ার সামান্য উন্নতি হতে পারে। তবে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তার পরবর্তী ৫ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে ।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top