ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


সূর্যগ্রহণ দেখতে আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ক্যাম্পের আয়োজন


প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০১৯ ০৯:৫৪

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৮:৩৭

ফাইল ছবি

পরিবেশ টিভি: আকাশ পরিষ্কার থাকলে বৃহস্পতিবার সূর্যগ্রহণের আংশিক বাংলাদেশ থেকে দেখা যেতে পারে। এদিন সকাল সাড়ে আটটায় সূর্যগ্রহণ হবে।

সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করতে ক্যাম্পের আয়োজন করেছে আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ সূত্র জানায়, আগামীকাল সকাল থেকেই জাদুঘরের ছাদে দুইটি টেলিস্কোপ দিয়ে এই সূর্যগ্রহণ দেখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, সূর্যগ্রহণ নিয়ে থাকবে বিশেষজ্ঞ আলোচনা।

আবহাওয়া অধিদফতরের উপপরিচালক আব্দুর রহমান বলেন, ‘আকাশ পরিষ্কার থাকলে গ্রহণ আংশিক দেখা যেতে পারে।’তবে আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে দেশের বেশিরভাগ অঞ্চলে। এর সঙ্গে পশ্চিমা লঘুচাপের প্রভাবে বৃষ্টিও হতে পারে।

 




আপনার মূল্যবান মতামত দিন:

Top