ঢাকা মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


সর্বনিম্ন তাপমাত্রা ফরিদপুরে


প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০১৯ ০৩:৪৯

আপডেট:
২২ এপ্রিল ২০২৫ ২১:৩৩

ফাইল ছবি

পরিবেশ টিভি: তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে না থাকলে শৈত্যপ্রবাহ বলে না আবহাওয়া অধিদফতর। তাই আক্ষরিক অর্থে দেশে এখন আর কোনো শৈত্যপ্রবাহ বইছে না। তবে এখনও কনকনে শীতে কাঁপছে মানুষ। ভোগান্তিতে লাখো মানুষ। কারণ শৈত্যপ্রবাহের যে মাত্রা, তার সামান্য ওপরে রয়েছে দেশের প্রায় সব অঞ্চলের তাপমাত্রা।

অন্যদিকে দেশের উত্তর/উত্তর-পশ্চিমাঞ্চলের পাশাপাশি তীব্র শীত মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল, এমনকি দক্ষিণাঞ্চলেও ছড়িয়ে পড়েছে।

শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ফরিদপুরে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। পার্শ্ববর্তী মাদারীপুরে ১০ দশমিক ৪ ডিগ্রি, গোপালগঞ্জে ১০ দশমিক ৫ ডিগ্রি, ঢাকায় ১২ দশমিক ২ ডিগ্রি, টাঙ্গাইলে ১১ দশমিক ৬ ডিগ্রি, কিশোরগঞ্জের নিকলিতে ১৩ ডিগ্রি, ময়মনসিংহে ১২ দশমিক ৫ ডিগ্রি, নেত্রকোনায় ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ দিন আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর বলছে, আগামী তিন দিনে দেশে রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।




আপনার মূল্যবান মতামত দিন:

Top