ঢাকা সোমবার, ৩১শে মার্চ ২০২৫, ১৮ই চৈত্র ১৪৩১

যে পোকার দাম বিলাসবহুল গাড়ির সমান


প্রকাশিত:
১৭ জুলাই ২০২৪ ১৮:১৪

আপডেট:
৩১ মার্চ ২০২৫ ০৯:২৬

বিশ্বের সবচেয়ে দামী পোকা হচ্ছে ‘স্ট্যাগ বিটল’। এই পোকার দাম কোটি টাকা পর্যন্ত হতে পারে । বিশ্বাস না হলেও এই পোকার জন্য কোটি কোটি টাকা খরচ করতে প্রস্তুত রয়েছেন বিশ্বের বহু মানুষ ।

ভারতীয় একটি সংবাদমাধ্যম বলছে, স্ট্যাগ বিটলের দাম এতটাই বেশি যে, তা বিলাসবহুল অডি কিংবা বিএমডব্লিউ গাড়ির সমান হতে পারে। পোকাটির সর্বনিম্ন দাম হতে পারে ৭৫ লাখ থেকে ১ কোটি টাকা।

প্রাণি গবেষকেরা বলছেন, স্ট্যাগ বিটল মাত্র দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এমনিতে শান্ত স্বভাবের এই পোকা সহজে কাউকে আক্রমণ করে না। তবে নিজে আক্রান্ত হলে হুল ফুটিয়ে দেয়। পুরুষের তুলনায় নারী স্ট্যাগ বিটলদের চোয়াল বেশি শক্ত এবং কামড়ালে খুবই ব্যথা অনুভূত হয়।

ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম বলছে, এই পোকার মাথার দুই পাশে হরিণের শিংয়ের মতো শিং রয়েছে। খাদ্য হিসেবে এরা মিষ্টি তরল যেমন গাছের রস এবং পচনশীল ফলের তরল পান করে। পচা কাঠের উপর চলাফেরা করে স্ট্যাগ বিটল লার্ভা সেখানে যে কোনও ছত্রাক বা অন্যান্য জীবকে খায়। তারা ধারালো চোয়াল ব্যবহার করে তন্তুযুক্ত পৃষ্ঠকে স্ক্র্যাপ করে।

সাধারণত বনভূমিতেই এদের বেশি দেখা যায়। এ ছাড়া মানুষের ঘরবাড়ি ও পার্কেও এদের দেখা যায়। বিশেষ করে প্রচুর কাছ রয়েছে এবং কিছু পঁচে গেছে, সেসব জায়গায় এদের উপস্থিতি দেখা যায়। স্ট্যাগ বিটল সাধারণত ৭ বছর পর্যন্ত বাঁচে।

প্রাণিবিজ্ঞানীরা বলছেন, এই পোকা অন্যান্য প্রাণীদের তুলনায় ক্ষুদ্রতম হলেও এটিই পৃথিবীর সবচেয়ে বড় পোকা। পোকাটির এত দাম হওয়ার কারণ হচ্ছে, এদের দিয়ে কিছু জীবনদায়ী কিছু ওষুধ তৈরি হয়।




আপনার মূল্যবান মতামত দিন:

Top