ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


হঠাৎ খেলার মাঠে সাপ!


প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৩ ১৮:৪০

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৭:১৬

গতকাল শনিবার ব্রিসবেন ওপেন টেনিসে অংশ নেয় ডোমিনিক থিম বনাম জেমস ম্যাকাবের। খেলা চলা অবস্থায় হঠাৎ কোর্টের মধ্যে ঢুকে পড়ল একটি বিরাট সাপ। দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। এ কারণে প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ রাখতে হয়।

কোর্টের পাশে থাকা জঙ্গলের মধ্যে লুকিয়ে ছিল সাপটি। সেই সময় ম্যাকাবে প্রথম সেটে ৬-২ জিতে এগিয়েছিলেন থিমের বিরুদ্ধে।

স্থানীয় সংবাদমাধ্যমের দাবি সাপটি ২০ ইঞ্চি লম্বা। সাপটি ‘ইস্টার্ন ব্রাউন’ এবং বিষধর প্রজাতির।

খেলা শেষে বিষয়টি নিয়ে থিম বলেন, পশুপ্রাণীদের আমার বেশ ভালোই লাগে। কিন্তু সবাই বলল এই সাপটা খুবই বিষধর। বলবয়দের খুব কাছাকাছি ছিল। তাই পরিস্থিতি বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছিল। আগে কোনও দিন আমার সঙ্গে এ রকম ঘটনা ঘটেনি। আমি কোনও দিন ভুলতে পারব না।




আপনার মূল্যবান মতামত দিন:

Top