ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


জাতিসংঘ জলবায়ু সম্মেলনে ‘ফসিল অব দ্য ডে’ পুরস্কার দেওয়া হল জাপানকে


প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২৩ ১৮:০৪

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২০:৫৫

জাতিসংঘের জলবায়ু সম্মেলনের বার্ষিক আয়োজনে আন্তর্জাতিক একটি পরিবেশ গ্রুপ জলবায়ু পরিবর্তন সমস্যা সামাল দেওয়ায় সবচেয়ে খারাপ পারদর্শিতা দেখানো দেশগুলোকে নিয়মিতভাবে ‘ফসিল অব দ্য ডে’ বা দিনের জীবাশ্ম পুরস্কার দিয়ে আসছে। নেতিবাচক এই পুরস্কার হচ্ছে মশকরামূলক, যার মধ্যে দিয়ে পুরস্কৃত দেশের নেতাদের স্মরণ করিয়ে দেওয়া হয়, জলবায়ু পরিবর্তন সামাল দেওয়ায় তাঁদের পারদর্শিতা গ্রহণযোগ্য নয়।

ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক এ জন্য জাপানকে পুরস্কারের জন্য নির্বাচিত করেছে। বিবৃতিতে তারা উল্লেখ করেছে, এশিয়া মহাদেশজুড়ে জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখা ও উৎসাহিত করার মধ্য দিয়ে ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জন এবং নবায়নযোগ্য জ্বালানি তিন গুণ বৃদ্ধি করে নেওয়ার বৈশ্বিক লক্ষ্য অর্জন জাপান কঠিন করে তুলছে। উল্লেখ্য, এশিয়ার অনেক দেশেই কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে জাপান এখনো সহায়তা প্রদান করে আসছে।

জাপানের একটি পরিবেশ সংগঠন এফওই জাপানের প্রতিনিধি হিরোকি ওসাদা জাপানের পক্ষ থেকে ‘ফসিল অব দ্য ডে’ পুরস্কার গ্রহণ করেন। তিনি বলেছেন, এশিয়া মহাদেশজুড়ে নবায়নযোগ্য জ্বালানির ধারণা কার্যকর করায় জাপানের নেতৃত্ব দেওয়ার কথা থাকলেও জীবাশ্ম জ্বালানি মুক্ত হওয়ার প্রক্রিয়ায় অবশিষ্ট বিশ্বের চাইতে টোকিও অনেক পেছনে পড়ে আছে। তিনি আশা করছেন, যত দ্রুত সম্ভব জাপান এই নীতি পরিবর্তন করবে।

এর আগে ২০১৯, ২০২১ এবং ২০২২ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলনেও জাপানকে ‘ফসিল অব দ্য ডে’ পুরস্কার দেওয়া হয়েছিল। ২০১১ সালের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের দুর্ঘটনার পর দেশের অধিকাংশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিতে হওয়ায় কয়লা এবং অশোধিত তেলের মতো জীবাশ্ম জ্বালানির ওপর জাপান আবারও নির্ভরশীল হয়ে পড়ে।




আপনার মূল্যবান মতামত দিন:

Top