ঢাকা বুধবার, ২রা এপ্রিল ২০২৫, ১৯শে চৈত্র ১৪৩১


সাফারি পার্কে জেব্রা পরিবারে ২ নতুন অতিথি


প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২৮

আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০৩:৩১

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের জেব্রার পালে নতুন দুই শাবকের জন্ম হয়েছে। এ নিয়ে পার্কে জেব্রার সংখ্যা দাঁড়াল ৩২টি। দুই দিনের ব্যবধানে জন্ম নেওয়া শাবক দুটি সুস্থ রয়েছে এবং তারা পালে মায়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে।

পার্ক কর্তৃপক্ষের নির্দেশনায় শাবক দুটির দিকে বিশেষ দৃষ্টি রাখছেন সংশ্লিষ্টরা।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বনসংরক্ষক মো. রফিকুল ইসলাম জানান, সাফারি পার্কে দুটি জেব্রা শাবকের জন্ম হয়েছে। এদের মধ্যে গত রোববার একটি এবং মঙ্গলবার দুপুরে অপর শাবকের দেখা মিলেছে।

তিনি জানান, নিরাপত্তার কারণে জেব্রা শাবক জন্মের খবর তেমন প্রকাশ করা হয়নি, তবে মা-শাবকসহ এখনো সম্পূর্ণ সুস্থ রয়েছে। শাবকসহ জেব্রার দিকে বিশেষ যত্ন নেওয়া হচ্ছে।

জানা যায়, ২০১৩ সালে হেলকন ট্রেডার্স নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আফ্রিকা থেকে আনা হয় তিনটি পুরুষ ও তিনটি মাদি জেব্রা। ২০১৫ সালে আফ্রিকা থেকে পার্কে আরও ১৯টি জেব্রা আনা হয়। অনুকূল পরিবেশে পার্কে এর আগেও জেব্রা শাবক জন্ম নিয়েছে। ২০২২ সালে বিভিন্ন রোগাক্রান্ত হয়ে মার যায় ১১টি জেব্রা।




আপনার মূল্যবান মতামত দিন:

Top