ঢাকা বৃহঃস্পতিবার, ৫ই ডিসেম্বর ২০২৪, ২২শে অগ্রহায়ণ ১৪৩১


খরার কবলে আমন চাষ, বেড়েছে খরচ


প্রকাশিত:
৩১ জুলাই ২০২৪ ২০:৪৫

আপডেট:
৫ ডিসেম্বর ২০২৪ ১৩:২৩

শ্রাবণের দ্বিতীয় সপ্তাহ পার হলেও বৃষ্টির দেখা না পাওয়ায় খরার কবলে পড়েছে আমন চাষ। জমির ক্ষেত শুকিয়ে যাচ্ছে বলে শ্যালো মেশিন দিয়ে সেচ দিচ্ছেন কৃষকরা। আবার কেউ সেচ দিয়ে জমিতে আমন চারা রোপণের প্রস্তুতি নিচ্ছেন। এতে আমন ধান চাষে খরচ বেড়ে যাবে বলে জানান কৃষকরা। এ ছাড়া যারা বৃষ্টির অপেক্ষা করছেন, তারা আমন চাষে পিছিয়ে পড়ছেন।

বুধবার বিভিন্ন এলাকার জমির ক্ষেতে দেখা যায়, কেউ কেউ আষাঢ় মাসের বৃষ্টিতে সুগন্ধি জাতীয় ধান ব্রি-৯০  ও ব্রি-৫১  জাত রোপণ করেছেন।

তবে কৃষি বিভাগ জানায়, এখনো সময় আছে। যেসব জমিতে আমন চারা রোপণ চলছে, সেসব আগাম জাতের। তারা এই আগাম জাতের ধান তুলে আলু চাষ করবেন।

এদিকে, আবহাওয়া অফিস জানায়, তাপমাত্রা ৩০-৩৭ ডিগ্রি পর্যন্ত ওঠানামা করছে। বুধবার বিকেল ৩টায় তাপমাত্রা দিনাজপুরে রেকর্ড করা হয় ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে মৌসুমী বায়ু বিরাজ করছে। আজকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায়।

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান মিয়া বলেন, জেলায় চলতি আমন মৌসুমে ২ লাখ ৭০ হাজার ৫৫০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে রয়েছে উচ্চ ফলনশীল জাতের ২ লাখ ৩৬ হাজার ২৫০ হেক্টর, হাইব্রিড জাতের ২৫ হাজার ১৫০ হেক্টর ও স্থানীয় জাতের জন্য রয়েছে ৯ হাজার ১৫০ হেক্টর জমি। উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় সাড়ে ৭ লাখ টন চাল ধরা হয়েছে।


বিষয়: খরা আমন সেচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top