ঢাকা মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


কক্সবাজারে আবারও মৃত কচ্ছপ ভেসে এসেছে


প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫৩

আপডেট:
২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫৪

আবারও কক্সবাজার সৈকতের সোনারপাড়া এলাকায় দুটি মৃত কচ্ছপ ভেসে এসেছে। দুটি কচ্ছপই অলিভ রিডলে প্রজাতির। মঙ্গলবার সকাল নয়টার দিকে কচ্ছপগুলোর মরদেহ উদ্ধার করা হয়। পরে কচ্ছপ দুটির পেট কেটে ১৮৫টি ডিম পাওয়া যায়।

বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বিওআরআই) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আজ সকালে জেলেদের মাধ্যমে খবর পেয়ে সোনারপাড়া সৈকত থেকে দুটি কচ্ছপের মরদেহ উদ্ধার করা হয়। কচ্ছপ দুটির সামনের ও পেছনের ফ্লিপারগুলো (সামুদ্রিক কচ্ছপের গমন অঙ্গ) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল। এ সময় কচ্ছপ দুটির পেট কেটে ১৮৫টি ডিম পাওয়া গেছে। পরে সেগুলোকে বালিয়াড়িতে মাটিচাপা দেওয়া হয় বলে জানান তিনি।

এর আগে সেন্ট মার্টিন থেকে সোনাদিয়া দ্বীপ পর্যন্ত উপকূল থেকে ১ জানুয়ারি থেকে গতকাল ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ২৯টি মা কচ্ছপ মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন:

Top