ঢাকা শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


ঘুমন্ত এক মেরু ভাল্লুকের ছবি তুলে শিরোপা জয় করলেন যিনি


প্রকাশিত:
১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০২

আপডেট:
৩ মে ২০২৪ ০১:৩৬

ব্রিটিশ ফটোগ্রাফার নিমা সারিখানির ক্যামেরায় বন্দি করা ভাসমান হিমশৈলের উপর ঘুমন্ত এক মেরু ভাল্লুকের অবাক করে দেয়ার মত সুন্দর দৃশ্য। আর তার সেই ছবিই তার জন্য ‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার পিপলস চয়েস অ্যাওয়ার্ড’জেতার পথ উন্মোচন করেছে। তবে নিমা সারিখানি কিন্তু পেশাদার আলোকচিত্রগ্রাহক নন।

ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের পরিচালক ড. ডগলাস গুর বলেন, "সারিখানির তোলা এই মর্মস্পর্শী এবং শ্বাসরুদ্ধ করা অপরূপ চিত্র একইসঙ্গে আমাদের এই গ্রহের সৌন্দর্য এবং ভঙ্গুরতাকে প্রকাশ করে।”

“তার এই ছবি আমাদেরকে ভাবতে বাধ্য করে, উষ্ণায়ন আর বাসস্থানের ক্ষতি কীভাবে একটি প্রাণীর ও তার প্রাকৃতিক আবাসস্থলের মধ্যে অবিচ্ছেদ্য বন্ধনের উপর প্রভাব ফেলেছে।”

নরওয়ের স্যালবার্ড দ্বীপপুঞ্জে ঘন কুয়াশার মধ্যে মেরু ভল্লুকের তিন দিন ধরে খোঁজ চালানোর পর সারিখানি ছবিটি তুলেছেন।

 

 




আপনার মূল্যবান মতামত দিন:

Top