পাখিদের তাড়াতে কাকতাড়ুয়ার বদলে মৃত বক

কোনো পাখি যেন খাবারের জন্য ধানের জমিতে বসতে না পারে, সে জন্য একটি সাদা বক মেরে বাঁশের খুঁটিতে বেঁধে কাকতাড়ুয়ার মতো ঝুলিয়ে রাখা হয়েছে। বকের দল সদ্য রোপণ করা রোপা বোরো জমি নষ্ট করার কারণে মালিক জান্নাতুল ফেরদৌস এমনটা করেছেন বলে স্বীকার করেছেন।
রংপুর নগরের ৫ নম্বর ওয়ার্ডের ময়নাকুঠি এলাকার জান্নাতুল ফেরদৌসের জমিতে গতকাল মঙ্গলবার এমন দৃশ্য দেখা যায়।
এ বিষয়ে জমির মালিক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘বক মারা বেআইনি, তা আমার জানা নেই। তবে এই বক অন্য এক জায়গা থেকে সংগ্রহ করেছি। কাজটি আমার না-জানার কারণে হয়েছে। আশা করি এমন ভুল আর হবে না।’ মূলত অন্য পাখিদের ভয় দেখানোর জন্য কাজটি করা হয়েছে বলে তিনি স্বীকার করেন।
জমির মালিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাতুল ফেরদৌস ৪০ থেকে ৪৫ শতাংশ জমিতে বোরো ধানের চারা রোপণ করেছেন। এই চারা রোপণ করার পর খেতের মধ্যে বকের দল এসে হাঁটাহাঁটি করে। তাতে করে সদ্য রোপণ করা ধান খেত নষ্ট হয়। আবার নতুন করে চারা রোপণ করতে হয়। এ কারণে একটি মরা বক ঝুলিয়ে রাখা হয়েছে।
বক মেরে এভাবে খেতের মধ্যে ঝুলিয়ে রাখার বিষয়ে নদী ও পশুপাখি গবেষক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ বলেন, ‘পৃথিবীটা শুধু মানুষের জন্য নয়। পশুপাখি, জীবজন্তু, পোকামাকড় সবকিছু নিয়ে একটা জীবনচক্র। পাখি মারা আইনগতভাবেই নিষেধ। সেই পাখি মেরে ঝুলিয়ে রাখা অমানবিক ঘটনা।’
আপনার মূল্যবান মতামত দিন: