ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত মরদেহ


প্রকাশিত:
৮ অক্টোবর ২০২৩ ১৬:৪৬

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:০২


পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ৮ অক্টোবর, রোববার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটা সৈকতের জাতীয় উদ্যান সংলগ্ন এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

তবে মরদেহটি অর্ধগলিত হাওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি। ২৫-৩০ বছর বয়সী হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী কালাম হোসেন নামে এক জেলে বলেন, আমি সকালে মাছ ধরতে সাগরে যাই। তখন দূরে কিছু একটা ভাসতে দেখলে আমরা কাছে গিয়ে দেখি অর্ধগলিত একটি মৃতদেহ পানিতে ভাসছে। এসময় মৃতদেহের পরনে কিছুই ছিল না। তাৎক্ষণিক আমি মৃতদেহের কোমরে রশি বেঁধে তীরে নিয়ে আসি এবং পুলিশকে জানাই।

এ বিষয়ে কুয়াকাটা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, মৃত ব্যক্তির শরীরে পচন ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হবে এবং পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top