ঢাকা বৃহঃস্পতিবার, ৫ই ডিসেম্বর ২০২৪, ২২শে অগ্রহায়ণ ১৪৩১


ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত


প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩৪

আপডেট:
৫ ডিসেম্বর ২০২৪ ১৪:১৬


রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ ১৭ সেপ্টেম্বর, রবিবার দুপুর ১২টা ৪৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা চার দশমিক দুই বলে জানা গেছে।

এর আগে, গত ১৪ আগস্ট রাতে রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প শাখার সহকারী মো. ইমরান হোসেন বলেন, ঢাকা থেকে ৫৯ কিলোমিটার দূরে টাঙ্গাইল সদরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.২।

এর আগে সবশেষ গত ৯ই সেপ্টেম্বর ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ৪ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসাম।

তার আগে গত ২৯শে আগস্ট দুপুর ১টা ১৩ মিনিটের দিকে সিলেটে ৪ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। এর আগে ১৪ই আগস্ট রাত ৮টা ৪৯ মিনিটে ৫ দশমিক ৫ মাত্রায় ভূমিকম্পে কেঁপে উঠেছিল সিলেট।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top