ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


সারা দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯২


প্রকাশিত:
১ জুলাই ২০২২ ১০:০২

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৬:৩৪

 

সারা দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে মারা গেছেন ৫৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩১ জন। বাকী ছয়জনের অন্যান্য বিভাগে মৃত্যু হয়েছে।

গত ১৭ মে থেকে ৩০ জুন পর্যন্ত বন্যাকবলিত এলাকায় দুর্ঘটনা এবং বিভিন্ন রোগে এই ৯২ জনের মৃত্যু হয়।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া বন্যার কারণে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ডায়েরিয়ায় আক্রান্ত ৬ হাজার ১৫২ জন। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ৩৮১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৭ মে থেকে ৩০ জুন পর্যন্ত মৃতদের মধ্যে সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে পাঁচজন, মৌলভীবাজারে পাঁচজন, ঢাকা বিভাগের টাঙ্গাইলে একজন, ময়মনসিংহে পাঁচজন, নেত্রকোনায় ১০ জন, জামালপুরে ৯ জন, শেরপুরে সাতজন, কুড়িগ্রামে চারজন এবং লালমনিরহাটে একজন রয়েছেন।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top