'কসবায়' বজ্রপাতে আরো একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বজ্রপাতে নুরুল ইসলাম(৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ভারত সীমান্তবর্তী শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে নুরুল জমিতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ করে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে নুরুলের শরীর ঝলসে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্যামপুর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মোমেন জানান, দুপুর দুইটায় হালকা বৃষ্টির শুরুতে বজ্রপাত হয়। নুরুল ইসলাম তখন কৃষি জমিতে কাজ করছিলেন। পরে গ্রামের লোক দৌড়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন নুরুল মারা গেছেন। নুরুল ইসলামের এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলেও জানান তিনি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: