বৃষ্টি কমে গিয়ে আবারও বাড়তে পারে গরম

পশ্চিমা বায়ুর প্রভাবে দেশের সারাদেশে ঝড়-বৃষ্টি ছিল কয়েকদিন। এই ঝড়-বৃষ্টি কমে গিয়ে আবারও দিনের তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে দেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগ থেকে দক্ষিণের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনে তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস। ফলে এসব বিভাগে দিনের বেলা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বেশ।
তাপমাত্রা বাড়লেও, দিনের শুরু বা শেষের দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের বিভাগ রংপুর, উত্তর-পূর্বের সিলেট এবং ময়মনসিংহ বিভাগে।
২৩ এপ্রিল শনিবার সকালে প্রকাশিত বুলেটিনে আবহাওয়া অফিস জানায়, গেল ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেয়াখালীর মাইজদীকোর্টে ৪৫ মিলিমিটার। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও রাজশাহীতে ৩৫ ডিগ্রী সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে ২০.৪ ডিগ্রী সেলসিয়াস।
পিটিভি/জুআসা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: