ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


করোনাভাইরাসে আবারও আক্রান্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন


প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২২ ০২:৩১

আপডেট:
১৯ এপ্রিল ২০২৪ ২৩:১৭

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন

করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

২৭ জানুয়ারী, বৃহস্পতিবার জাতীয় সংবাদ সংস্থা বাসস জানায়, পরিবেশ মন্ত্রি মো. শাহাব উদ্দিন করোনার উপসর্গ নিয়ে ২৬ জানুয়ারী বুধবার আইইডিসিআর (রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান) -এ নমুনা পরীক্ষা দেন। ২৭ জানুয়ারী, বৃহস্পতিবার মন্ত্রির করোনা পজিটিভ আসে।

বর্তমানে মাননীয় মন্ত্রি মো. শাহাব উদ্দিন তাঁর সরকারি বাসায় আইসোলেশনে রয়েছেন। মন্ত্রি মহোদয় তাঁর রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে ২০২০ সালেও তিনি কভিড ১৯ -এ সংক্রমিত হয়ে ঐ বছরের ১২ থেকে ২০ আগস্ট পর্যন্ত সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) -এ চিকিৎসাধীন ছিলেন।

বর্তমানে সারা বিশ্বে চলছে করোনার চতুর্থ ঢেউ। করোনার এই ভেরিয়েন্টকে বলা হচ্ছে ‍ওমিক্রন। বিশেষজ্ঞরা বলছেন এবং পরিসংখ্যানেও দেখা যাচ্ছে যে, ওমিক্রন –এ আক্রান্ত বেশি হলেও মৃত্যুহার তুলনামূলক অনেক কম। তারপরও সবাইকে গুরুত্বের সাথেই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তারগণ।




আপনার মূল্যবান মতামত দিন:

Top