ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পর্শে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু


প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২১ ১১:০২

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ২০:২৭

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পর্শে চায়না খাতুন (৩০) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর মৌজার নামাচর গ্রামে। মৃত চায়না খাতুন ওই গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যার আগে তিনি ইলেকট্রিক ফ্যান দিয়ে ধান ওড়ানোর সময় মেইন সুইচ অফ না করে বিদ্যুতের তার লাগাতে যান। এ সময় বৈদ্যুতিক তারের স্পর্শ লেগে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে ভূরুঙ্গামারী হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

প্রতিবেশী নজরুল ইসলাম ও কোহিনুর বেগম বলেন, ফ্যানের বাতাসে ধান ওড়াতে গিয়ে ফ্যানের তার লাগাতে গেলে বিদ্যুতের তারের স্পর্শে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

চরভূরুঙ্গামারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শরিফুল আলম লাকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top