ঢাকা বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


‘জাওয়াদ’ এর প্রভাবে রাজধানীতে টানা বৃষ্টি, ভোগান্তিতে জনজীবন


প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২১ ১০:৪০

আপডেট:
২ মে ২০২৪ ০৪:১০

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর প্রভাবে গত দুই দিন ধরে রাজধানীতে টানা বৃষ্টি হচ্ছে। কখনো থেমে থেমে আবার কখনো মুষলধারে বৃষ্টির তীব্রতা দেখা গেছে।

সোমবার (৬ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে গুড়িগুড়ি বৃষ্টিতে রাজধানীজুড়ে তীব্র যানজটে নগরবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে।

টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকার ঘরবাড়িতে পানি ঢুকেছে, সড়কেকে জমেছে পানি। বিশেষ করে চলমান মেরামত কাজের কারণে কাদামাটিতে সয়লাব হয়ে পড়েছে। এতে চরম বিপাকে পছেন অফিসগামী মানুষ।

সকালে রাজধানীর মিরপুর ,মালিবাগ, মৌচাক, মগবাজার, বাংলামোটর, শাহবাগ, পল্টন, কাকরাইল, গুলিস্তান, রাজারবাগ ও ফকিরাপুলসহ বিভিন্ন এলাকায় যানবাহনের জন্য ফুটপাতে বিপুল সংখ্যক মানুষকে অপেক্ষা করতে দেখা গেছে। যানবাহন না পেয়ে অনেকেই হেঁটে গন্তব্যে পৌঁছেছেন। এ সুযোগে রিকশা ও সিএনজির ভাড়া বাড়িয়েছে কয়েকগুণ।

বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করা তরিকুল ইসলাম জানান, মিরপুর এলাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। আগে এ রাস্তায় আরও অনেক বেশি জলাবদ্ধতা হতো। বৃষ্টি হলেই সকালে অফিসে যেতেই বিপত্তি সৃষ্টি হয়। এখন হাঁটু সমান পানিতে হাঁটতে গেলে কাপড়চোপড় সব ভিজে যাবে।

কর্মজীবী সারমিন সুলতানা জানান, বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ বাসার নিচে দাঁড়িয়ে ছিলাম। এরপর একটি রিকশা পেয়েছি ২০ টাকার ভাড়ার পরিবর্তে ৬০ টাকা দিয়ে অফিসে পৌঁছেছি। রাস্তা কাটা থাকায় জামাকাপড় নষ্ট হয়ে গেছে। যানজটের কারণে সময়ও লেগেছে বেশ।

এদিকে, সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে ‘জাওয়াদ’। আবহাওয়া অধিদফতর বলছে, গভীর নিম্নচাপের পর ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি ভারতের উড়িষ্যার পুরি উপকূল দিয়ে স্থলভাগে ওঠার কথা থাকলেও তা হয়নি। এখনো সমুদ্রপথ ধরে ক্রমান্বয়ে দুর্বল হয়ে বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে। এটি লঘুচাপ হিসেবে খুলনা-বরিশাল উপকূল দিয়ে বাংলাদেশের স্থলভাগে উঠতে পারে।

সোমবার সকাল ৯ টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এসময়ে পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যান্য স্থানে অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া মঙ্গলবার (৭ ডিসেম্বর) এপরিস্থিতির উন্নতি হবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

সূত্রঃ সময়ের আলো 


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top