ঢাকা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতির মরদেহ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা


প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২১ ০৫:১৪

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০৩:০২

 

শুক্রবার সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের জঙ্গল চাম্বল ছোট্ট বিল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট্ট বিল এলাকায় বৃহস্পতিবার দিনগত রাতে বন্য হাতিটি খুব চিৎকার করে। সকালে হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগের কর্মকর্তাদের খবর দেন।

অসুস্থতাজনিত কারণে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন কর্মকর্তারা।

বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, স্থানীয়দের খবরে আমরা ঘটনাস্থলে এসে হাতির মরদেহ উদ্ধার করেছি। অসুস্থতাজনিত কারণে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। হাতিটির মরদেহ ময়নাতদন্ত করা হবে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top