ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


১৯ বছরেও শেষ হয়নি কপোতাক্ষে সেতু নির্মাণ কাজ


প্রকাশিত:
৩ ফেব্রুয়ারি ২০২১ ০০:৪৪

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৫:৩৩

১৯ বছরেও শেষ হয়নি কপোতাক্ষে সেতু নির্মাণ কাজ

ব্রিজ নির্মাণের লক্ষ্যে কংক্রিটের পিলার উঠেছিল কপোতাক্ষ নদের সাতক্ষীরার তালা উপজেলার কানাইদিয়া ও খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি পয়েন্টে। কিন্তু ১৯ বছরেও শেষ হয়নি ব্রিজ নির্মাণের কাজ। ব্রিজ নির্মাণের কাজ সম্পন্ন না হওয়ায় দুই এলাকার মানুষ এখন বাঁশের তৈরি সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। ইতিমধ্যে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন।

তথ্যানুসন্ধানে জানা যায়, কপোতাক্ষ নদের ওপর ঠিকাদারি প্রতিষ্ঠান ২০০০ সালে এই ব্রিজ নির্মাণের কাজ শুরু করে। ২০০৩ সালের ১২ নভেম্বর পর্যন্ত আংশিক কাজ করে খুলনার একটি ব্যাংকের শাখা থেকে ১ কোটি ৬৭ লাখ ৭২২ টাকা বিল উত্তোলন করে নির্মাণকাজ বন্ধ করে দেয়।

এ নিয়ে খুলনা মহানগর হাকিম আদালতে একটি মামলা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে মামলা জটিলতাসহ বিভিন্ন কারণে সেতু নির্মাণকাজ অনিশ্চিত হয়ে পড়ে। সেতুটির বাকি নির্মাণকাজ সমাপ্ত করতে পরে আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ শুরু করে। কিন্তু নদীর ওপর নির্মিত ১৬টি পিলারের কয়েকটি বেঁকে যাওয়ায় মূলত তারাও কাজটি সম্পন্ন করতে না পারায় বন্ধ হয়ে যায়। এছাড়া ব্রিজ নির্মিত হলে কপোতাক্ষ নদের স্রোতের বাধা পড়বে মর্মে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি চিঠি দেয় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড। তবে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ সুধাংশু শেখর সরকার বলেন, ‘এটি বেশ কয়েক বছর আগের ঘটনা। তাই বিস্তারিত এখনই বলা যাচ্ছে না।’

স্থানীয় বাসিন্দা প্রভাষক নজরুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে পার হতে গিয়ে মোটরসাইকেল নিয়ে নদীতে পড়ে আহত হয়েছেন অনেকে। ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাজু বলে, ‘সাঁকো দিয়ে পার হতে গেলে সেটি নড়াচড়া করে, পার হয়ে স্কুলে যেতে ভয় লাগে।’ ব্যবসায়ী পলাশ কর্মকার বলেন, ‘ব্রিজটি নির্মিত না হওয়ায় নানাভাবেই পিছিয়ে পড়েছে বাণিজ্যিক কেন্দ্র কপিলমুনি বাজার।’


তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আনারুল ইসলাম বলেন, ‘তালা উপজেলার উত্পাদিত কৃষি ফসলের একটি বড় অংশ কপিলমুনি বাজারে বিক্রি হয়। ব্রিজের অভাবে উত্পাদিত ফসল ওপারে নিয়ে যেতে দুর্ভোগে পড়তে হয়। বাঁশের সাঁকো দিয়ে মালবোঝাই ভ্যান পার করা কঠিন হয়ে পড়ে।’

তালার জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, ‘কানাইদিয়া-কপিলমুনি পয়েন্টে ব্রিজ নির্মিত হলে দুই জেলার মানুষই বেশ উপকৃত হতো। কাজ শুরু হলেও দীর্ঘ ১৯ বছরে তা শেষ হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর খুলনা নির্বাহী প্রকৌশলী এ এস এম কবির হোসেন জানান, এ প্রকল্প কাজের মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। এখন নতুনভাবে এটির কাজ করতে হবে। তাছাড়া নদের জন্য কয়েকটি পিলার কাজে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি।


বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন:

Top